ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

রাশিফল ২০২৫

ব্যক্তিগত রাশিফল

ব্যক্তিগত রাশিফল

.

জ্যোতিষ সাগর ড. আব্দুল হাদী

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ০০:০১ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৫:০৩

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মঙ্গলের জাতক বা জাতিকা মেষ রাশির বছরটি খুবই ঝামেলাপূর্ণ হবে রাহু ও কেতুর কারণে। কাউকে সুযোগ দিতে গিয়ে ব্যবসা ক্ষেত্রে সমালোচিত হতে পারেন। চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে শনির কারণে। অস্থিরতা বেড়ে সুযোগ সৃষ্টি হতে পারে পারিবারিক ক্ষেত্রে। প্রেমিক ও প্রেমিকাদের সতর্ক থাকতে হবে। মঙ্গল বিপদে ফেলতে পারে, স্বাস্থ্যের কারণে। মে থেকে জুন ও নভেম্বর, ডিসেম্বরে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
শুক্রের জাতক বা জাতিকা বৃষ রাশির বছরটি খুবই গুরুত্বপূর্ণ হবে। চাকরি ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। নতুন ব্যবসা শুরু করতে চেষ্টা করুন, সফলতা আসতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এ বছর। বিশেষ করে এপ্রিল থেকে জুন ও ডিসেম্বর। শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। কাউকে কথা দেওয়ার আগে সব দিক বিবেচনা করতে হবে আপনাকে। অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। 

মিথুন (২১ মে-২০ জুন)
বুধের জাতক বা জাতিকার বছরটি খুবই  তাৎপর্যপূর্ণ হবে। বছরের শুরু থেকেই আর্থিক ঝুঁকিতে পড়তে পারেন মঙ্গল ও বুধের কারণে। নতুন সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে আপনার জন্য ব্যবসা ক্ষেত্রে। চাকরি ক্ষেত্রে অগ্রগতি হবে। প্রেম ও বিয়ে ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। আয় বুঝে ব্যয় করুন, অন্যথায় আর্থিক ঝামেলা বাড়বে। মে ও জুনে স্বাস্থ্যের সমস্যা হতে পারে। কাউকে কথা দেওয়ার আগে বুঝে নিতে হবে রাজনীতি ক্ষেত্রে। 

কর্কট (২১ জুন-২২ জুলাই)
চন্দ্রের জাতক বা জাতিকা কর্কট রাশির বছরটি জটিলতাপূর্ণ হবে কাউকে কথা দেওয়ার কারণে। আর্থিক ঝুঁকি বাড়বে ব্যবসা ক্ষেত্রে, তাই মে, জুন, নভেম্বর ও ডিসেম্বরে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক ক্ষেত্রে আগের ঝামেলা এড়িয়ে চলতে পারবেন। স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে চন্দ্রের কারণে মে থেকে জুলাই, নভেম্বর ও ডিসেম্বর। সতর্ক থাকতে হবে চাকরি ক্ষেত্রে। প্রেমে রাহু জটিলতা বাড়াবে।

সিংহ (২৩ জুলাই-২২ আগস্ট)
রবির জাতক বা জাতিকার এ বছরটি গত বছরের তুলনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ব্যবসা ক্ষেত্রে। আয় বুঝে ব্যয় করুন। স্বাস্থ্য সমস্যার কারণে ব্যয় বাড়বে মে থেকে জুলাইয়ের মধ্যে। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় রবি আর্থিক ঝুঁকির সৃষ্টি করবে। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি হবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অন্যের সহযোগিতা পাবেন।

কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বুধের জাতক বা জাতিকা কন্যা রাশির এ বছরটি ব্যবসা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। না বুঝে কথা দিয়ে চাকরি বা রাজনীতি ক্ষেত্রে ঝামেলা বাড়াতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে, অন্যথায় খুবই ভুগতে হবে আপনাকে অক্টোবর থেকে ডিসেম্বর। প্রেমিক ও প্রেমিকাদের বিবাহযোগ রয়েছে। বিদেশ যাত্রা ও ধর্মীয় কারণেও সুযোগ আসতে পারে। অস্থিরতা বেড়ে যাবে বুধের কারণে। সৌজন্য বজায় রাখুন পারিবারিক ক্ষেত্রে। 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
শুক্রের জাতক বা জাতিকা তুলা রাশির বছরটি খুবই তাৎপর্যপূর্ণ হবে। নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন। পারিবারিক ক্ষেত্রেও প্রেমে অগ্রগতি হবে শুক্রের কারণে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। যারা ছাত্র, এ বছর তাদের জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলে যাবে রাজনীতির ক্ষেত্রে। নিজ বুদ্ধিকে কাজে লাগান।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
মঙ্গলের জাতক বা জাতিকার বছরটি জাঁকজমকপূর্ণ হবে। বন্ধু, পরিবার ও ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন। ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু হতে পারে। বিশেষ করে, যারা বৈদেশিক বাণিজ্যে যুক্ত আছেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে অক্টোবর থেকে ডিসেম্বর। রাজনীতিতে সতর্ক থাকতে হবে, যাতে আপনাকে কেউ ব্যবহার না করতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে মে থেকে আগস্ট। অস্থিরতা ক্ষতির কারণ হতে পারে। সতর্ক থাকতে হবে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বৃহস্পতির জাতক বা জাতিকার বছরটি উত্থানের সময়, তাই গুরুত্বপূর্ণ এ বছরটিকে কাজে লাগাতে হবে। কোনো অংশীদারের কারণে ব্যবসায় ঝুঁকি সৃষ্টি হতে পারে, সতর্ক থাকুন। চাকরিতে বৃহস্পতি সুযোগ ও সম্মান বাড়াবে। স্বাস্থ্যক্ষেত্রে সতর্কতা দরকার হবে এপ্রিল থেকে জুন। ঊর্ধ্বতনদের সঙ্গে সৌজন্য বজায় রেখে চলুন, অন্যথায় জটিলতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখুন, অন্যথায় ঝামেলায় পড়বেন। বিদেশ যাত্রার সুযোগ বেড়ে যাবে এ বছর।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শনির জাতক বা জাতিকার মকরের বছরটি খুবই তাৎপর্যপূর্ণ হবে। হঠাৎ করেই পূর্বের পরিকল্পনা অনুযায়ী আর্থিক সুযোগ বেড়ে যাবে। চাকরি ও রাজনীতি ক্ষেত্রে সতর্ক থাকুন, যাতে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত না হন। স্বাস্থ্যক্ষেত্রে অক্টোবর থেকে ডিসেম্বর সতর্ক থাকুন। কাউকে কথা দেওয়ার আগে নিজ অবস্থান বিবেচনা করে নিতে হবে। পারিবারিক ক্ষেত্রে সতর্ক হয়ে সিদ্ধান্ত নিন। অন্যথায় রাহু ও কেতুর কারণে ক্ষতি হবে। 

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শনির জাতক বা জাতিকা কুম্ভ রাশির বছরটি মিশ্র ফলযুক্ত হবে। মঙ্গল, রাহু, কেতু ও শনির অশুভ প্রভাব আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করবে, ব্যবসা ক্ষেত্রে সতর্ক থাকুন। চাকরিতে ঊর্ধ্বতনদের সহযোগিতা আসবে। আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন জমিসংক্রান্ত কারণে। বুঝে সিদ্ধান্ত নিন। মার্চ থেকে জুলাই স্বাস্থ্য সমস্যা হতে পারে। প্রেমে অন্যের সহযোগিতা পাবেন। অবিবাহিতদের বিবাহযোগ রয়েছে। 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বৃহস্পতির জাতক বা জাতিকার মীন রাশির বছরটি সতর্ক হয়ে চলার সময়। অন্যের কথায় গুরুত্ব না দিয়ে নিজ বিবেচনাকে প্রাধান্য দিন, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে। প্রেমের ক্ষেত্রে চন্দ্র অস্থিরতা বাড়িয়ে তুলবে। শিক্ষার্থীদের বিদেশ যাত্রা ও নতুন সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে যারা আছেন, তাদের জন্য সুযোগ বাড়বে। ঊর্ধ্বতনদের সঙ্গে সৌজন্য বজায় রেখে চলুন চাকরি ক্ষেত্রে, অন্যথায় ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। ইউরেনাস, নেপচুন ও শনির কারণে স্বাস্থ্যে ঝুঁকি আসতে পারে ফেব্রুয়ারি থেকে জুলাই।

জ্যোতিষ সাগর ড. আব্দুল হাদী
০১৭১০৯০৯৮৮৭

আরও পড়ুন

×