বিএনপি-জামায়াতের ১০ জনের কারাদণ্ড
নাশকতা মামলা

ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১১:৩৫ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ১৭:৪৯
রাজধানীর গেণ্ডারিয়ায় পুলিশের গাড়িতে ২০১৩ সালে পেট্রলবোমা নিক্ষেপ ও ভাঙচুরের মামলায় বিএনপি-জামায়াতের ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এদিন আসামি মকবুল হোসেন টিপু, আব্দুল কাদের, রফিকুল ইসলাম ওরফে ময়না, ওমর নবী ওরফে বাবুকে আড়াই বছর কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে আসামি জাবের হোসেন, সাইফুল ইসলাম, মো. সালেহ, মাহমুদ হোসেন ওরফে রবিন, মো. লিটন ও মাহবুবুর রহমানকে পৃথক দুটি ধারায় ৬ মাস ও আড়াই বছর কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে রায়ের সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৯ ডিসেম্বর ভোরে ১৮ দলীয় জোটের অজ্ঞাতনামা জামায়াত-শিবির ও বিএনপির ১২ থেকে ১৩ জন কর্মী হত্যার উদ্দেশ্যে পুলিশের গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই সময় ইটের আঘাতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং ১৮ দলীয় নেতা ও জামায়াত শিবিরের সমর্থকরা হত্যার উদ্দেশে লাঠিসোটা, ইটপাটকেল এবং পেট্রল ছিটিয়ে আগুন জ্বালিয়ে লাখ টাকার ক্ষতি করেন।
এ ঘটনায় ওইদিনই পুলিশের গাড়িচালক নায়েক হেমন্ত কুমার রায় বাদী হয়ে রাজধানীর গেণ্ডারিয়া থানায় মামলা করেন। এর পরে পুলিশ তদন্ত শেষে ঢাকার সিএমএম আদালতে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ১০ বছর পরে এই রায় ঘোষণা হলো।