ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

মির্জা ফখরুলের জামিন শুনানি ২০ নভেম্বর 

মির্জা ফখরুলের জামিন শুনানি ২০ নভেম্বর 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৪:২২ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২০:২২

ঢাকায় মহাসমাবেশ চলাকালে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন আবেদন করেছেন। 

ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তার পক্ষে বৃহস্পতিবার আবেদনটি করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। 
তিনি সমকালকে বলেন, আগামী ২০ নভেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। 

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই রাত ৮টার দিকে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আরও পড়ুন