- আইন ও বিচার
- প্রধান বিচারপতি পদক দিতে জাজেস কমিটি গঠন
প্রধান বিচারপতি পদক দিতে জাজেস কমিটি গঠন

প্রধান বিচারপতি পদক দেওয়ার জন্য ছয় সদস্যের জাজেস কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিনকে সভাপতি করে এ কমিটি করা হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
এই কমিটি প্রধান বিচারপতি পদক দেওয়ার জন্য নীতিমালা প্রণয়ন ও বাছাই কার্যক্রম পরিচালনা করবে। চলতি বছর থেকে প্রধান বিচারপতি পদক দেওয়ার কথা রয়েছে। বিচার বিভাগের সব স্তরে দক্ষ ও সেরা কর্মকর্তাদের এই পদক দেওয়া হবে।
মন্তব্য করুন