- আইন ও বিচার
- তুরস্ক গেছেন প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি নূরুজ্জামান
তুরস্ক গেছেন প্রধান বিচারপতি, দায়িত্বে বিচারপতি নূরুজ্জামান

বিচারপতি মো. নূরুজ্জামান ননি
তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্টের আমন্ত্রণে তুরস্ক গেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দেশটির সাংবিধানিক আদালতের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়। তিনি শনিবার বাংলাদেশ ছেড়ে যান এবং সেখানে পৌঁছেছেন। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
প্রধান বিচারপতির অবর্তমানে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ননি প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন। রোববার আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অনুপস্থিতকালীন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন।
মন্তব্য করুন