- আইন ও বিচার
- গাবতলী ও মহাখালীতে রাস্তায় পার্কিং, ৮ পরিবহনকে জরিমানা
গাবতলী ও মহাখালীতে রাস্তায় পার্কিং, ৮ পরিবহনকে জরিমানা

ফাইল ছবি
রাজধানী দুই বাস টার্মিনাল এলাকায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটটি পরিবহনকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। রোববার মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে এ অভিযান চলে।
ডিএনসিসি জানায়, মহাখালী বাস টার্মিনাল এলাকার রাস্তায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অনুমোদনহীন স্থানে পার্কিংয়ের দায়ে পাঁচটি পরিবহনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাস চালকদের সতর্ক করে দেওয়া হয় যেন কখনোই রাস্তার ভেতরে গাড়ি পার্কিং করা না হয়।
এ ছাড়া গাবতলীতে অবৈধভাবে টার্মিনালের সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি পরিবহন কোম্পানিকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। গাবতলীতে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী।
মন্তব্য করুন