‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহপ্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন তিনি।

শাকিব খানের জবানবন্দি শুনে মহানগর হাকিম আরাফাতুল রাকিব মামলা গ্রহণ করে বিবাদী রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। এরপর আইনজীবী খাইরুল হাসানকে নিয়ে আদালতের বাইরে  সাংবাদিকদের মুখোমুখি হন শাকিব খান।

তিনি বলেন, মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে মহামান্য আদালতের কাছে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। আজ  আদালতে মামলাটা  করেছি।

তিনি আরও বলেন, আদালত সবকিছু দেখেছেন এবং আমলে নিয়েছেন। আশা করছি, মহামান্য আদালতের কাছে ন্যায়বিচার পাব।

তবে মামলা নিয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বলতে চাননি এই অভিনেতা। তিনি বলেন, সমসাময়িক সব ঘটনা নিয়ে দু-এক দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলন করব। আপনাদের সঙ্গে সেখানেই বিস্তারিত আলাপ করব।

শাকিব খানের আইনজীবী খাইরুল হাসান বলেন, আদালতে বাংলাদেশ দণ্ডবিধি ৩৮৫ ও ৫০৬ ধারায় অভিযোগ দাখিল করেছি। আদালত আমলে নিয়েছেন। আমরা আরও একটি মামলা করব। সেটি সময় হলে জানাব।  

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। এতে শাকিবের নায়িকা সিবা আলী খান। পাঁচ বছর আগে কাজ শুরু হলেও সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

গত ১৫ মার্চ দেশে এসে শাকিব খানের বিরুদ্ধে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ।

তাতে তার বিরুদ্ধে প্রযোজকের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ করার পাশাপাশি বলা হয়, ২০১৭ সালে সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে এক নারী সহপ্রযোজককে ‘ধর্ষণ’ও করেন শাকিব খান, যা নিয়ে মামলাও হয়।

শাকিব খান সাংবাদিকদের বলেন, আমাকে হেয় করার উদ্দেশ্যে রহমত উল্লাহ এসব অভিযোগ তুলেছেন।