হাইকোর্টের রায়
বিজ্ঞাপন দিতে ফি নিতে পারবে না বিআরটিএ

হাইকোর্ট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪ | ০১:৫৮
গণপরিবহনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট মালিকের কাছ থেকে কোনো ধরনের ফি নিতে পারবে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার এক রায়ে এ সিদ্ধান্ত দিয়েছেন হাইকোর্ট।
রায়ে বলা হয়েছে, যানবাহনের গায়ে বিজ্ঞাপন প্রদর্শন করতে হলে সংশ্লিষ্ট মালিককে অবশ্যই বিআরটিএ থেকে অনুমতি নিতে হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৪৯(ঞ) ধারার সঙ্গে সড়ক-পরিবহন-বিধিমালা-২০২২ এর ১২২ বিধি অসামঞ্জস্যপূর্ণ এবং সংবিধানের ৮৩ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়েছে রায়ে। এ-সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ গতকাল এ রায় দেন।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলি সংক্রান্ত ৪৯ ধারার (ঞ)তে বলা আছে, ‘সরকার বা কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো মোটরযানে বিজ্ঞাপন প্রদর্শন বা প্রচার করা যাবে না।’
এদিকে সড়ক-পরিবহন-বিধিমালা-২০২২-এর ‘মোটরযানে বিজ্ঞাপন প্রদর্শন’ ১২২ (২) নম্বর বিধিতে শর্তসাপেক্ষে গণপরিবহন, কাভার্ড ভ্যানসহ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন মোটরযানে নিজস্ব পণ্যের বিজ্ঞাপনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিধিমালার তপশিল-১ এর ৪৫ নম্বরে বিজ্ঞাপন প্রদর্শনের বার্ষিক ফি নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, হালকা ও থ্রি হুইলার মোটরযানে বিজ্ঞাপন প্রদর্শনের বার্ষিক ফি ৩ হাজার টাকা। আর হালকা ব্যতীত অন্যান্য মোটরযানের জন্য বার্ষিক ফি ৫ হাজার টাকা।
আইন ও বিধির এ অসামঞ্জস্যতা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে রিট করেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিন শাহপার হাসান। শুনানির পর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।
অন্তর্বর্তীকালীন আদেশে হাইকোর্ট তখন বার্ষিক ফি নির্ধারণ-সংক্রান্ত ৪৫ নম্বর তপশিলের কার্যকারিতা স্থগিত করেছিলেন। পরে বিআরটিএর আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করে দুই মাসের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় রুলের শুনানির পর গতকাল রায় দিলেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। বিআরটিএর আইনজীবী রাফিউল ইসলাম জানান, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা।