জামায়াতের নিবন্ধন ফেরানোর আপিলের রায় ১ জুন

সুপ্রিম কোর্ট। ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫ | ০৬:২৯
রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১ জুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বুধবার এ দিন ধার্য করেন।
আদালতে আপিলকারীর পক্ষে ছিলেন আইনজীবী এহসান এ সিদ্দিক, ইমরান এ সিদ্দিক ও মোহাম্মদ শিশির মনির। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। আদালতে জামায়াত নেতাদের পক্ষে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুমসহ কেন্দ্রীয় নেতা ও সমর্থক আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল জামায়াতের নিবন্ধন-সংক্রান্ত আপিলের পাশাপাশি দলটির প্রতীক দাঁড়িপাল্লা বরাদ্দ বিষয়ে নির্দেশনা চেয়ে করা একটি আবেদনও শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ওঠে। তবে প্রতীক বরাদ্দের বিষয়ে করা ওই আবেদন পরে প্রত্যাহার করার কথা জানিয়েছেন আপিলকারী পক্ষের সংশ্লিষ্ট আইনজীবীরা।
শুনানি শেষে জামায়াতের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, আমরা আদালতকে বলেছি, জামায়াতের রেজিস্ট্রেশন বাতিলের মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করার মাধ্যমে বিচার বিভাগ রাজনীতিকরণ করা হয়েছে। যারা এই মামলার শুনানি শেষে নিবন্ধন বাতিল করেছেন, তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। এ কারণে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে।
জামায়াতকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল ও লিভ টু আপিল ২০২৩ সালের ১৯ নভেম্বর খারিজ করেন আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত আগস্টে ওই আপিল পুনরুজ্জীবত করার লক্ষ্যে ২৮৬ দিনের বিলম্ব মার্জনা চেয়ে জামায়াতের পক্ষে দুটি লিভ টু আপিল আবেদন করা হয়। একই বছরের ২২ অক্টোবর বিলম্ব মার্জনা মঞ্জুর করে জামায়াতের আপিল পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ। ফলে নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ উন্মুক্ত হয়।
- বিষয় :
- সুপ্রিম কোর্ট