ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ফল খেলে কি অবসাদ কমে?

ফল খেলে কি অবসাদ কমে?

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ০০:৪৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ০০:৪৮

স্বাস্থ্যের জন্য ফল কতটা উপকারী তা সবারই জানা। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় টাটকা ফল রাখলে অনেক উপকার পাওয়া যায়। কিন্তু ফল খেলে কি অবসাদ কমে? কী বলছেন বিশেষজ্ঞরা?

সম্প্রতি ব্রিটিশ ডার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে,সমীক্ষায় দেখা গেছে, যারা প্রচুর পরিমাণে ভাজাভুজি, স্ন্যাকস ধরনের খাবার খান, তাদের শরীরে স্বাভাবিকভাবেই পুষ্টির অভাব দেখা দেয়। আর এই অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেই উদ্বেগজনিত সমস্যা বাড়ে। এছাড়াও মানসিক চাপ, অবসাদের মতো সমস্যাও দেখা দেয়। ৪২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষের উপর ওই জরিপ চালানো হয়। তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা হয় ফল, সব্জি, মিষ্টি, স্ন্যাকস জাতীয় খাবার। সেই খাবার খাওয়ার পর ওই ব্যক্তিদের শারীরিক ও মানসিক পরীক্ষা করা হয়। সমীক্ষা শেষে দেখা গেছে, যারা ভাজাভুজি, স্ন্যাকসজাতীয় খাবার খেয়েছেন, তাদের তুলনায় যারা ফল, সবজি খেয়েছেন, তাদের মানসিক স্বাস্থ্য অনেক বেশি ভালো রয়েছে।

সমীক্ষা শেষে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমরা সকলেই জানি, আমরা কী খাচ্ছি, তার বিশেষ প্রভাব পড়ে আমাদের মানসিক স্বাস্থ্যে। ফল এবং সবজিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। এছাড়াও এতে রয়েছে ফাইবার ও আরও অনেক উপকারী উপাদান। যা মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। মস্তিষ্ককে সচল রাখতে, সুস্থ রাখতে এই সব উপাদানের জুড়ি মেলা ভার। বহু ক্ষেত্রেই রান্না করার পর সবজির উপকারিতা নষ্ট হয়ে যায়। তাই টাটকা ফলই একমাত্র খাবার যা শরীরে সরাসরি পৌঁছতে পারে। প্রচুর পরিমাণে ফল খেলে অবসাদ দূরে থাকে। তাই মানসিক সুস্থতার জন্য ফল অত্যন্ত উপকারী।

আরও পড়ুন

×