পদাবলি
অঙ্গার ভালোবেসে বাঁচি

বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ/ সংগৃহীত পুরোনো ছবি
মুর্শিদা জামান
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০
বাঁধ ভেঙে ভেসে যাচ্ছে সব
ক্রোধ, কাম, প্রেম, মায়া
কীসে আবার দাঁড়ায় মানুষ?
ভুলে যায় পুরোনো ক্ষতি, সম্পর্ক, প্রিয় জানলা!
বাঁধ ভেঙে ভেসে যায় যা
আর থাকে না তা।
তোমাকে ভেসে যেতে দেখি হৃদয় ছাড়িয়ে
কোথাও খুব বৃষ্টি হলে সবুজ আরও সবুজ
তুমি তাই ছেড়ে গেলে হৃদয় আরও পূর্ণ।
মানুষ বাঁচে যেমন বারবার
খরা, বন্যা,মারি ও যুদ্ধ শেষে
আমিও বাঁচি তেমন পোড়া অঙ্গার ভালোবেসে।
ক্রোধ, কাম, প্রেম, মায়া
কীসে আবার দাঁড়ায় মানুষ?
ভুলে যায় পুরোনো ক্ষতি, সম্পর্ক, প্রিয় জানলা!
বাঁধ ভেঙে ভেসে যায় যা
আর থাকে না তা।
তোমাকে ভেসে যেতে দেখি হৃদয় ছাড়িয়ে
কোথাও খুব বৃষ্টি হলে সবুজ আরও সবুজ
তুমি তাই ছেড়ে গেলে হৃদয় আরও পূর্ণ।
মানুষ বাঁচে যেমন বারবার
খরা, বন্যা,মারি ও যুদ্ধ শেষে
আমিও বাঁচি তেমন পোড়া অঙ্গার ভালোবেসে।
- বিষয় :
- পদাবলি