ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

টাকার জন্য স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে কলেজছাত্র

টাকার জন্য স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে কলেজছাত্র

স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর হত্যা মামলায় অভিযুক্ত কলেজছাত্র আইয়ুব আলী। ছবি-সংগৃহীত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১০:৪৩

চট্টগ্রামের পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে হত্যার কথা স্বীকার করেছে কলেজছাত্র আইয়ুব আলী (১৯)। শুক্রবার ভোরে ফটিকছড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালতে দেওয়া জবানবন্দিতে আইয়ুব এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। 

আইয়ুব পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল আজগরের ছেলে এবং উপজেলার ছালেহ নুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ধলঘাটের লড়িহারা এলাকায় বিমান ধরকে গলা কেটে হত্যা করা হয়। তিনি ঘাতক আইয়ুবের প্রতিবেশী। এই হত্যাকাণ্ডে তাকে সহায়তা করেন রিকশাচালক জিল্লুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার এসআই সঞ্জয় ঘোষ জানান, জিল্লুর রহমানের পরিকল্পনায় তাঁকে নিয়ে আইয়ুব টাকার জন্য বিমান ধরকে গলা কেটে হত্যা করে। পরে আইয়ুব ফটিকছড়িতে মামার শ্বশুরবাড়িতে আত্মগোপন করে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, গত বৃহস্পতিবার রিকশাচালক জিল্লুর ও বাপ্পু ধরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। তাঁদের দেওয়া তথ্যে ফটিকছড়ি থেকে আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। শনিবার আইয়ুব চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে জবানবন্দি দিয়েছে।

আরও পড়ুন

×