ত্বকের ময়লা দূর করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২ | ২২:৪৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ | ২৩:০৭
শীতকালে মুখে অতিরিক্ত ঘাম হওয়ার সমস্যা নেই। কিন্তু বাতাসে থাকা ধূলিকণা মুখের সেবামের সঙ্গে মিশে ত্বকের উন্মুক্ত রন্ধ্রগুলি বন্ধ করে দেয়। রূপ বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন রাসায়নিক নির্ভর প্রসাধনী ব্যবহার না করে এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করতে পারেন। ঘরে থাকা কফি, ওটমিল, হলুদ, লেবুর মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে অনায়াসেই মুখের উজ্জ্বলতা ফেরানো সম্ভব।
ত্বকের ময়লা দূর করতে যেসব মিশ্রণ ব্যবহার করতে পারেন-
ডিম, লেবু এবং মধু: ডিমের সাদা অংশের সঙ্গে এক চামচ লেবুর রস এবং মধু মিশিয়ে মুখে মেখে নিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক হবে ঝকঝকে।
কমলালেবুর খোসা এবং চন্দনের গুঁড়া : এক চামচ কমলালেবুর খোসা এবং এক চামচ চন্দনের গুঁড়া গোলাপ জল দিয়ে এক সঙ্গে মিশিয়ে নিন। মুখে ১০ মিনিট মেখে রাখুন এই মিশ্রণ। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কফি এবং দই: দুই চামচ কফির সঙ্গে এক চামচ দই মিশিয়ে নিন। সারা মুখে লাগিয়ে নিন এই মিশ্রণ। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
- বিষয় :
- শীতকাল
- মুখের ময়লা
- ত্বকের যত্ন