তরুণ কার্ডিওলজিস্টদের ‘কার্ডিওলজি ট্রাভেল ফেলোশীপ’ প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২ | ১০:১৬ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ | ১২:১৬
বাংলাদেশের তরুণ কার্ডিওলজিস্টদের চিকিৎসা বিষয়ক জ্ঞানকে আরও সমৃদ্ধ করার জন্য প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)- এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর যৌথ উদ্যোগে দেশের দুজন তরুণ চিকিৎসককে প্রথমবারের মতো ‘কার্ডিওলজি ট্রাভেল ফেলোশীপ’ প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁতে আয়োজিত অনুষ্ঠানে ‘কার্ডিওলজি ট্রাভেল ফেলোশীপ’ তুলে দেন ইনসেপ্টা ফার্মাসিউটিকালস লি.-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং প্ল্যানটোরি হেলথ একাডেমিয়ার ট্রাস্টি ডা. নাসের খান।
‘কার্ডিওলজি ট্রাভেল ফেলোশীপ’ প্রাপ্ত দুই চিকিৎসক হলেন, এনআইডিসভিডি এবং ইউনাইটেড হাসপাতালের কার্ডলিওজিস্ট ডা. আল-আমিন এবং ডা. তানভীর আহমদে।
এই ফেলোশীপ এওয়ার্ডের আওতায় দুই চিকিৎসক মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস এবং লাসভেগাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিওলজিস্টদের নির্দেশনায় কার্ডিওলজি বিষয়ক আপডেটেড ব্যবহারিক জ্ঞান অহরণ করবেন।
প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর ট্রাস্টি ডা. নাসের খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আব্দুল মুক্তাদরি বলেন, ‘ওষুধ শিল্পের সামর্থ ও সক্ষমতার ক্ষেত্রে ইনসেপ্টা টেকনিক্যালি অনেক দূর এগিয়ে গেছে। আমরা এ দেশেই এখন বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ভ্যাকসিন তৈরি করছি। আমরা মলিকুলার বায়োলজিতে কাজ করে অল্প সময়ের মধ্যে তা অল্প টাকায় দিতে পারছি। এখন প্রয়োজন চিকিৎসকসহ সবার সম্মিলিত সহযোগিতা। আমরা যদি কালেক্টটিভলি কাজ করতে পারি তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমজি আজম, ডা. মোস্তফা জামান, ডা. সাইদুর রহমান খান, ইনসেপ্টা ফার্মাসিউটিকালস লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং) ডা. ই.এইচ. আরেফিন আহমেদ, ইনসেপ্টা ফার্মাসিউটিকালস লি.-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) আশরাফ উদ্দিন, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালক ডা. নাসের খান শুরুতেই প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ইনসেপ্টাকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি