স্বাস্থ্যকথা
স্ট্রোক কিন্তু হার্ট অ্যাটাক নয়

ডা. হুমায়ুন কবীর হিমু
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৮:০০
স্ট্রোক শব্দটি শোনেননি এমন লোক কমই আছেন। এত প্রচলিত শব্দটি নিয়ে মানুষের বিভ্রান্তিও কিন্তু বেশি। অন্যদিকে হার্ট অ্যাটাক শব্দটি সবাই জানেন। বেশি জানেন বলেই সবাই হার্ট অ্যাটাককে স্ট্রোকের সঙ্গে গুলিয়ে ফেলেন। বেশিরভাগ মানুষ মনে করেন স্ট্রোক মানে হার্টের অসুখ। স্ট্রোক মানে হার্ট অ্যাটাক।
দুটি রোগের উপসর্গেও কিন্তু আছে বিস্তর পার্থক্য। হার্ট বুকের মধ্যে থাকে; তাই হার্ট অ্যাটাক হলে বুকে তীব্র ব্যথা করে, মনে হয় বুকে পাথর চেপে বসে আছে। এ ব্যথা হাতে বা গলায় ছড়িয়ে যেতে পারে। ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, বমি বমি লাগা বা বমি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারেন।
স্ট্রোকের উপসর্গ হলো শরীরের কোনো এক পাশ অবশ হয়ে যাওয়া বা ঝিমঝিম করা, মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা বা একটা জিনিস দুটি দেখা, অজ্ঞান হয়ে যাওয়া বা অস্বাভাবিক আচরণ করা, ভারসাম্যহীনতা। স্ট্রোকেও ব্যথা হতে পারে। হার্ট বুকে থাকে বলে বুকে ব্যথা হয়, তেমনি স্ট্রোকে তীব্র মাথাব্যথা হতে পারে। এ দুটো রোগের পরীক্ষা-নিরীক্ষা যেমন ভিন্ন, তেমন চিকিৎসাও ভিন্ন।
হার্ট অ্যাটাকে ইসিজি ও রক্তে ট্রোপোনিন-আই পরীক্ষা করতে হয় আর স্ট্রোক হলে শুরুতেই দরকার পড়ে সিটিস্ক্যানের। স্ট্রোকে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ে।
স্ট্রোকের চিকিৎসায় সাড়ে চার ঘণ্টার মধ্যে এলে আইভি থ্রোম্বোলাইসিস করে রোগীকে সুস্থ করা যায়। এ সময় পার হলে ওষুধ ও রিহ্যাবিলিটেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। কাজেই হার্ট অ্যাটাক ও স্ট্রোক একই রোগ নয়। মস্তিষ্কের রক্তনালির রোগ স্ট্রোক। স্ট্রোক হলে সময়মতো নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে।
লেখক: সহকারী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতাল (নিনস)
- বিষয় :
- স্ট্রোক
- হার্ট অ্যাটাক