স্বাস্থ্যকথা
শ্বাসতন্ত্রের জটিল রোগ সিওপিডি

ডা. এসএম আবদুল্লাহ আল মামুন
প্রকাশ: ১৪ জুলাই ২০২৩ | ০৬:২৫ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ০৬:৫০
ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, এমন ধরনের রোগ যা ফুসফুসে বায়ুপ্রবাহে বিঘ্ন ঘটায় এবং শ্বাস কষ্টের সৃষ্টি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সিওপিডির উপসর্গগুলো বৃদ্ধি পায়।
ধূমপান, অ্যাজমা, ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শ, জ্বালানির সংস্পর্শ, ধুলাবালির অতিরিক্ত সংস্পর্শ ইত্যাদি কারণে সিওপিডি হয়ে থাকে। দীর্ঘসময় ধরে ধূমপায়ীদের সিওপিডিতে আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি। প্রত্যক্ষ বা পরোক্ষ উভয় ধূমপায়ীই এই ঝুঁকির আওতাধীন। কারখানার কর্মীদেরও সিওপিডিতে আক্রান্তের ঝুঁকি বেশি থাকে। জ্বালানি পোড়ানো, জ্বালানি উত্তোলন ইত্যাদি কাজে যুক্তদের অসতর্কতা রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। এ ছাড়া জিনগত একটি রোগ আলফা-১ অ্যান্টিট্রিপসিন, যার কারণে সিওপিডির ঝুঁকি থাকে।
সিওপিডি আক্রান্তের অন্যতম উপসর্গ ডিসনিয়া বা শ্বাসকষ্ট। তবে এই রোগীরা বসে বা শুয়ে থাকলে শ্বাসকষ্ট তেমন হয় না। হাঁটলে বা সিঁড়ি দিয়ে ওপরে উঠলে বেশি শ্বাসকষ্ট হয়। এটি লম্বা সময় ধরে স্থায়ী হয় এবং ধীরে ধীরে বাড়তে থাকে। বিশেষ করে শরীরচর্চা বা কোনো পরিশ্রম করার সময় শ্বাসকষ্ট বেড়ে গেলে, ঘন ঘন কাশি হলে, ঘন ঘন থুথু এলে বুঝতে হবে যে সিওপিডি হওয়ার ঝুঁকি রয়েছে। সাধারণ সিওপিডি রোগীদের ক্ষেত্রে ডিসনিয়া হলে শ্বাস নেওয়ার বাড়তি চেষ্টা, বুক ভারী হয়ে যাওয়া এবং হাঁপাতে থাকা ইত্যাদি অধিক মাত্রায় দেখা যায়। তবে উপসর্গগুলো অতি সাধারণ হওয়ায় রোগ সম্পর্কে আন্দাজ করা কঠিন।
সিওপিডির উপসর্গ কমাতে, ফ্রিকোয়েন্সি ও এক্সারসিবেশনের উপসর্গ কমাতে, শরীরচর্চার সহনশীলতা এবং সামগ্রিক অবস্থা উন্নত করতে ফার্মাকোলজিক্যাল থেরাপি দেওয়া হয়। ব্রঙ্কোডিলেটর ও ইনহেলড কর্টিকোস্টেরয়েড হলো ফার্মাকোলজিক্যালের প্রধান দুটি ধরন। সিওপিডির অবস্থার ওপর ভিত্তি করে ওষুধ দেওয়া হয়, যার অধিকাংশই ইনহেলেশনাল ফর্ম অর্থাৎ ইনহেলার, নেবুলাইজেশন আকারে নির্ধারিত হয়। সিওপিডিতে আক্রান্ত অধিকাংশ রোগীর প্রাথমিক চিকিৎসা হিসেবে ব্রঙ্কোডাইলেটর ইনহেলার দেওয়া হয়। এটি এমন একটি ওষুধ, যা রোগীর শ্বাসনালিকে শিথিল ও প্রশস্ত করে শ্বাস প্রক্রিয়া সহজ করে তোলে।
সিওপিডি রোগের কারণগুলো যেমন স্পষ্ট, তেমনি এর প্রতিকারের পথও স্পষ্ট। এমনকি এটি ধীরে ধীরে কমিয়ে আনাও সম্ভব। ধূমপায়ীরা সিওপিডির প্রধান শিকার; তাই ধূমপান বর্জন এই রোগ থেকে রক্ষা পাওয়ার প্রধান হাতিয়ার। এ ছাড়া সতর্ক ও স্বাস্থ্য সচেতন জীবনযাপন এই রোগ থেকে সুরক্ষিত থাকার সেরা উপায়।
লেখক: সিনিয়র কনসালট্যান্ট, রেসপিরেটরি মেডিসিন, এভারকেয়ার হসপিটাল ঢাকা
- বিষয় :
- সিওপিডি
- স্বাস্থ্যকথা