ঢাকা রিজেন্সিতে ট্রাভেল ভ্লগারদের মিলনমেলা

প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩ | ১১:০৫ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ | ১১:০৬
ট্রাভেল করতে কে না ভালোবাসে। প্রত্যেকেই তাঁর ছকবাধা জীবনের ফাঁকে ফাঁকে পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী, আত্মীয়স্বজন নিয়ে প্রকৃতি দেখার আশায় বেরিয়ে পড়তে ভালোবাসেন। কিন্তু অজানা এক জায়গা ঘুরতে গেলে একজন গাইডের প্রয়োজন হয়।। এক সময় টাকা খরচ করে গাইড ঠিক করা হত।
কিন্তু বর্তমান সময়ে, সোশ্যাল মিডিয়ার বদৌলতে সেই সব গাইডদের প্রয়োজনীয়তা অনেকাংশে কমে গেছে। ইউটিউব-ফেসবুক ঘাঁটলেই এখন প্রচুর ট্রাভেল কন্টেন্ট পাওয়া যায় যেখানে টুরের সব রকমের গাইডলাইন সুন্দরভাবে গোছানো থাকে। এমনকি, টুরে যেয়ে কখন কি খেলে ভালো হবে, কোন রিসোর্টে খরচ কেমন হবে সেইটাও বলা থাকে। যার কারণে, এই ট্রাভেল ভ্লগগুলি দেখলে আমাদের টুর প্ল্যান করতে একদম সহজ হয়ে যায়।
বাংলাদেশের যেসব ব্যক্তিত্ব নিজ উদ্যোগে এই কাজ গুলো করে যাচ্ছেন তাদেরকে নিয়ে ২৫ শে নভেম্বর ২০২৩-এ শীতের মিষ্টি বিকেলে বাংলাদেশের জনপ্রিয় পাঁচতারা হোটেল - ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে অবস্থিত শহরের সবচেয়ে সুন্দর সিক্রেট গার্ডেন রুফটপ রেস্টুরেন্ট - গ্রিল অন দা স্ক্যাইলাইনে আয়োজন করে "ঢাকা রিজেন্সি প্রেজেন্টস ট্রাভেল ভ্লগারস মিটআপ ২০২৩ (সিজন ১)'।
আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশি ফুড রিভিউয়ার থেকে আরাফ ইন্তিসার দীপ্ত, ডা. ফুডি থেকে ডা. সালমান মাহি রুহুল কাওসার, লাবিব ইত্তিহাদুল থেকে লাবিব হোসেন জয়, লো কস্ট টুর সাজেশন, মি. মিক্সার্স ওয়ার্ল্ড, নয়ন মজুমদার, পেটুক কাপল, সালাহউদ্দিন সুমন, সায়েমস ওয়ার্ল্ড, স্বপন অন বোর্ড এবং ট্রাভেল উইথ শিশির দেব।
দুপুর ৩ টায় মিটাপ শুরু হয় এবং আড্ডা চলে রাত ৮ টা পর্যন্ত। দীর্ঘ এই ৫ ঘণ্টার আড্ডায় ট্রাভেল ভ্লগাররা নানা বিষয়ে আলোচনা করেন। আলোচনার মধ্যে উল্লেখযোগ্য ছিল, কিভাবে তাঁদের ভ্লগ গুলোকে আরো উন্নত করা যায়, আরো কোন কোন প্লেস গুলো ভ্রমণপিপাসু মানুষের সামনে তুলে আনা যায়, ট্রাভেল ভ্লগিং নিয়ে কার কি ভবিষ্যৎ প্ল্যান ইত্যাদি। আরও সুন্দরভাবে ভ্লগ করার জন্য উপস্থিত সব ভ্লগাররা বাংলাদেশ ট্যুরিজম বিষয়ক সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেন!।
গ্রিল অন দ্য স্কাই লাইন এর মুখরোচক ও লোভনীয় বার-বি-কিউ ব্যুফে ডিনারের সাথে আয়োজনটির অন্যতম চমক ছিল র্যাফেল ড্র- যেখানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সৌজন্যে ছিল প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকার কাপল এয়ার টিকিট এবং ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের সৌজন্যে ছিল দ্বিতীয় পুরস্কার ঢাকা রিজেন্সির সর্বোচ্চ রুম ক্যাটাগরি- প্রেসিডেনশিয়াল সুট-এ পরিবারের সাথে একরাত থাকাসহ জনপ্রিয় গ্রান্ডিউজ রেস্টুরেন্টে বুফে খাবারের সুবিধা এবং তৃতীয় পুরুষ্কার ছিল এয়ার আস্ত্রা এর সৌজন্যে ঢাকা - কক্স বাজার – ঢাকা কাপল এয়ার টিকেট ।