বনানীতে 'রাবেয়া আমির ডিজাইনারস স্টুডিও'র যাত্রা শুরু
বনানীতে রাবেয়া আমির ডিজাইনার'স স্টুডিও'র উদ্বোধন করেন শানাজ-নাঈম দম্পতি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৭:০৪ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৭:০৫
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা রাবেয়া আমিরের ‘ রাবেয়া আমির ডিজাইনার'স স্টুডিও’র যাত্রা শুরু করলো। সম্প্রতি রাজধানীর বনানীতে শোরুমটি উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়ক ও নায়িকা নাঈম-শাবনাজ দম্পতি । এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, এফবিসিসিআ ‘য়ের প্রেসিডেন্ট ওয়েন্ড এন্ড সদস্য ড. নাদিয়া বিনতে আমিন; প্রাবর্তনার পরিচালক শহীদ হোসেন শামীম। এছাড়া এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও ঢাকা উওর লেডিস ক্লাবের প্রেসিডেন্ট আফরিনা বেলাল।
রাবেয়া আমির ডিজাইনার'স স্টুডিওর কর্ণধার রাবেয়া আমির জানান; ফ্যাশন জগতে নতুনত্বের ছোঁয়া দিতেই তাদের শোরুমটি যাত্রা শুরু করেছে। ছেলে-মেয়ে সবার পোশাকের সমারোহে সাজানো হয়েছে রাবেয়া আমির ডিজাইনার'স স্টুডিও । সবাইকে তার শোরুমটি ঘুরে দেখার আমন্ত্রণ জানান তিনি।
- বিষয় :
- লাইফস্টাইল