- জীবনশৈলী
- 'উষ্ণতার গল্প' এর আওতায় পৌছে দেওয়া হচ্ছে কম্বল ও গরম কাপড়
'উষ্ণতার গল্প' এর আওতায় পৌছে দেওয়া হচ্ছে কম্বল ও গরম কাপড়

ব্লাডম্যান, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস), জেসিআই নর্থ ঢাকা এর যৌথ উদ্যোগে পরিচালিত মাসব্যাপী তহবিল সংগ্রহ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন 'উষ্ণতার গল্প' শুরু হলো হলো ।
সাধারণ জনগণ এবং মেডিকেল শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার বিষয়ক সচেতনতা এবং বিভিন্ন গোষ্ঠী যেমন- তৃতীয় লিঙ্গের মানুষ, বিকলাঙ্গ, প্রতিবন্ধী শিশু এবং অসহায় দরিদ্র রোগীদের অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এছাড়াও এই কর্মসূচীর আরেকটি অন্যতম উদ্যোগ হলো অর্থ সংগ্রহ করা এবং তা দিয়ে বিভিন্ন সরকারী মেডিকেল কলেজে ৭৫০ জন সুবিধাবঞ্চিত ও অসচ্ছল রোগীদের কম্বল ও গরম কাপড় বিতরণ।
'উষ্ণতার গল্প' এর বিতরণী কর্মসূচীর অংশ হিসেবে গত ১৭ জানুয়ারী ২০২২ তারিখ বিকেল ৫ টায় ঢাকা মেডিকেল কলেজের মেঝেতে অবস্থানরত রোগীদের কম্বল বিতরণ করা হয়।
ব্লাডম্যান এর ফাউন্ডার শাহরিয়ার হাসান জিসান বলেন, এমন একটি আয়োজন সফলভাবে করতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে আমাদের।
মন্তব্য করুন