- জীবনশৈলী
- ঢাবিতে মিতসুবিশি করপোরেশন বৃত্তি চালু
ঢাবিতে মিতসুবিশি করপোরেশন বৃত্তি চালু

মিতসুবিশি করপোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিয়ুংগোলি অনুদানের চেক ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন - সমকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগে 'মিতসুবিশি করপোরেশন বৃত্তি' চালু করা হয়েছে।
সোমবার দুপুরে মিতসুবিশি করপোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিয়ুংগোলি ৭ লাখ ৮০ হাজার টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে হস্তান্তর করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুন, রেজিষ্ট্রার প্রবীর কুমার সরকার এবং মিতসুবিশি করপোরেশনের সহকারী ব্যবস্থাপক কিসুকে ইয়ামাদা উপস্থিত ছিলেন।
এ বছর বিভাগের তিনজন শিক্ষার্থীকে ২ লাখ ৬০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন- মুবিন খান আফ্রিদি, মেহেদী হাসান ও তানজিলা জাহান।
উপাচার্য আখতারুজ্জামান বৃত্তি প্রকল্প চালু করায় মিতসুবিশি করপোরেশনকে ধন্যবাদ জানান।
জাপানকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন