১০ সেপ্টেম্বর চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। প্রতিযোগিতা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে মোট ১৬টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। 

৬ জানুয়ারি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সিদ্ধান্ত অনুযায়ী যে ১৬ ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ সেগুলো হলো- অ্যাথলেটিকস (পুরুষ), সাঁতার (পুরুষ ও নারী), আরচারি (পুরুষ ও নারী), ক্রিকেট (পুরুষ ও নারী), ফেন্সিং (পুরুষ ও নারী), ফুটবল (পুরুষ), হকি (পুরুষ), গলফ (পুরুষ), জিমন্যাস্টিকস (পুরুষ ও নারী), কাবাডি (পুরুষ ও নারী), কারাতে (পুরুষ ও নারী), ব্রিজ (পুরুষ), শুটিং (পুরুষ ও নারী), তায়কোয়ান্দো (পুরুষ ও নারী), ভারোত্তোলন (পুরুষ ও নারী) ও দাবা (পুরুষ ও নারী)। 

এশিয়াডের নতুন ইভেন্ট ই-স্পোর্টসেও আগ্রহী বিওএ। এর বাইরে মেয়েদের ফুটবল ও অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে দেখা যেতে পারে বাংলাদেশের ক্রীড়াবিদদের। এ দুটি ইভেন্টের জন্য দেরি করে আবেদন করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। আবেদন মঞ্জুর হলে বহর বেড়ে শতাধিক পৌঁছাতে পারে।