- লাইফস্টাইল
- এক গাছে ১২০০ এর বেশি টমেটো ফলিয়ে নিজের রেকর্ড ভাঙলেন তিনি
এক গাছে ১২০০ এর বেশি টমেটো ফলিয়ে নিজের রেকর্ড ভাঙলেন তিনি

করোনা মহামারি শুরুর পর লকডাউনে অনেকেই নিজ নিজ শখের কাজ করার চেষ্টা করেছেন। কেউ যন্ত্র বাজাতে শিখেছেন, কেউ বা রান্নার দক্ষতা বাড়িয়েছেন। কেউ আবার নিজ নিজ বাড়িতে ফল বা সবজির চাষ করেও সময় কাটিয়েছেন। খবর এনডিটিভির
এই সময় অনেকে নিজের আঙিনায় বড় আকৃতির সবজি ফলিয়েও রেকর্ড গড়েছেন। তেমনই একজন ইংল্যান্ডের ডগলাস স্মিথ । ২০২১ সালে নিজ আঙিনায় একটি গাছে ৮৩৯ টি টমেটো ফলিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। এক বছর পরে, স্মিথ নিজের সেই রেকর্ড ভেঙেছেন। এবার একটি গাছে তিনি ফলিয়েছেন ১২০০ এর বেশি টমেটো।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, ২০২২ সালের ৯ মার্চ আগের রেকর্ডটি ভেঙেছেন স্মিথ। একটি টমেটো গাছে তিনি উৎপাদন করেছেন ১ হাজার ২৬৯ টি টমেটো।
টুইটারে নিজের এই অর্জনের খবরটি শেয়ার করেছেন স্মিথ।
স্মিথের আগে এই রেকর্ডটি ছিল গ্রাহাম ট্যানটার নামের এক ব্যক্তির। ১০ বছরেরও বেশি সময় ধরে সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি।
বিশ্বের সবচেয়ে বেশি ওজনের টমেটো ফলানোর রেকর্ডও ডগলাস স্মিথের দখলে। তার উৎপাদিত টমেটোটির ওজন ৩ দশমিক ১ কেজি।
মন্তব্য করুন