- জীবনশৈলী
- পেঁয়াজের রস কি চুল পড়া কমায়?
পেঁয়াজের রস কি চুল পড়া কমায়?

ত্বকের যত্ন নিলেও অনেকে চুলের যত্ন নিতে অবহেলা করেন। এর ফলে চুলে তৈরি হয় বিভিন্ন সমস্যা। এর ফলে খুশকি, রুক্ষ্মতা, চুল ঝড়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই, চুলের যাবতীয় সমস্যার প্রায় ৯০ শতাংশ কমিয়ে দিতে পারে পেঁয়াজের রস। সাম্প্রতিক এক গবেষণা বলছে, পেঁয়াজের রসে এমন কিছু উপাদান আছে, যা চুল বাড়াতে সাহায্য করে।
পেঁয়াজের রস লাগালে চুল পেকে যাওয়ার আশঙ্কা কম থাকে। কারণ এতে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় এটি চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়। যার ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে। এছাড়াও নিয়মিত পেঁয়াজের রস লাগালে আরও কিছু উপকারিতা মেলে। যেমন-
বয়সের আগে টাক পড়লে
পেঁয়াজের রস টাকের সমস্যার সমাধান করতে পারে। সমীক্ষায় দেখা গেছে, এর মাধ্যমে সুফল পেয়েছেন অনেকেই। টাক সমস্যার সমাধানে চুল উঠে গিয়ে যে অংশ ফাঁকা হয়ে গেছে সেখানে পেঁয়াজের রস লাগিয়ে রাখুন। দিনে দু’বার করে লাগান। তা হলে এ সমস্যা থেকে মু্ক্তি মিলবে।
মাথার তালু শুষ্ক হয়ে গেলে
পেঁয়াজে প্রদাহ রোধ করতে পারার ক্ষমতা রয়েছে। গরমে মাথায় চুলকানি দেখা দিলে এটি লাগালে ভালো উপকার পাওয়া যায়। মাথার তালু শুষ্ক হয়ে গেলেও পেঁয়াজের রস কাজে আসে। এজন্য পেঁয়াজ ছেঁচে রস বার করে নিন। তার পরে তিন চা চামচ রসের সঙ্গে দুই চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এরপর চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন এই মিশ্রণ।
এই সমস্যায় পেঁয়াজের রস আরও ব্যবহার করতে পারেন যেভাবে-
১. ২ টেবিল চামচ পেঁয়াজের রস এবং হাফ টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে মাথায় লাগাতে পারেন।
২. ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ও ৫ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন এক চা চামচ লেবুর রসের সঙ্গে।
এর যে কোনও একটি মাথায় লাগানোর পরে ২০ মিনিট রেখে চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন। এতে চুল ভালো থাকবে।
মাথায় খুশকি হলে
মাথায় যদি খুশকির সমস্যা থাকে তাহলে চুল প্রাণহীন হয়ে পড়ে। পেঁয়াজের রসে এমন উপাদান রয়েছে, যা মাথার যে কোনও ধরনের ত্বকের সংক্রমণকে রোধ করতে পারে। যদি খুশকির সমস্যায় ভোগেন, তাহলে যেভাবে মাথায় পেঁয়াজের রস লাগাবেন-
২ টেবিল চামচ অ্যালোভেরা জেল ৩ টেবিল চামচ পেঁয়াজের রসে মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে রাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে নিন।
চুল শুষ্ক হয়ে গেলে
গরমে রোদের তাপে চুল শুষ্ক হয়ে যায়। এর হাত থেকে রেহাই পেতে ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস।
এর জন্য প্রথমে একটি পাত্রে দুই কাপ পানি ও পেঁয়াজের টুকরো নিয়ে ১০ মিনিট সিদ্ধ করে নিন।পেঁয়াজের রস পানির সঙ্গে মিশে যাবে।
সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজের টুকরোগুলো ফেলে দিন।
পাত্রের পানি ঠান্ডা হয়ে এলে গোলমরিচ দিয়ে দিন।
এরপর পেঁয়াজের রসমিশ্রিত পানি বোতলে ঢেলে ব্যবহার করতে পারেন।
চুলে লাগানোর পর প্রায় ২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস লাগিয়ে শ্যাম্পু করার পরও গন্ধ লাগলে এক কাপ পানিতে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে চুল ধুয়ে নিলেই আর গন্ধ থাকে না।
মন্তব্য করুন