শীত-গ্রীষ্ম যেকোন সময়েই চুল রুক্ষ হতে পারে। সাধারণত যত্নের অভাবেই দেখা দিতে পারে এই সমস্যা। তা ছাড়া, রোদ, ধুলোবালি তো রয়েছেই। চার পাশে দূষণ যত বাড়ছে, চুল-ত্বক শুষ্ক হওয়ার প্রবণতাও তত বাড়ছে। এক্ষেত্রে যত্নের আর কোনও বিকল্প নেই।

চুল মসৃণ করার কিছু সহজ ঘরোয়া আছে। এগুলো পদ্ধতি অনুসরণ করলে কোমল থাকবে আপনার চুল। যেভাবে চুল মসৃণ করবেন-

১. ঠান্ডা পানি দিয়ে শ্যাম্প করুন। অনেকেই বলেন, পানি গরম করে শ্যাম্পু করলে চুল ভাল ভাবে পরিষ্কার হয়। কিন্তু চুল কোমল থাকে ঠান্ডা পানিতেই। ঠান্ডা পানিতে দিয়ে গোসল করলে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে।

২.  অনেকের ধারণা, চুলে আলাদা করে কন্ডিশনার লাগানোর প্রয়োজন নেই। কিন্তু কন্ডিশনার না ব্যবহার করলেও হেয়ার মাস্ক অবশ্যই লাগাতে হবে। তাতে সামগ্রিক ভাবে পুষ্টি পাবে চুল।

৩. অনেকেই চুলে তেল দিতে চান না। এ অভ্যাস বিপদ ডেকে আনছে। চুল তাজা রাখার জন্য তেলের বিকল্প নেই। এর চেয়ে ভাল আর কোনও প্রসাধনীতেই কাজ হয় না। সপ্তাহে অন্তত এক দিন করে চুলে তেল মালিশ করুন। পারলে সারা রাত সেই তেল মাথায় রেখে দিন। চুল কোমল হবেই। তেল মাখার সময়ে মাথার তালুতেও মালিশ করতে ভুলবেন না।