ছেলেদের পোশাক ফ্যাশন হাউস ব্যাঙ। বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উৎসবকে মুখর করতে আরামদায়ক কাপড় ও নান্দনিক নকশার পোশাক নিয়ে সংগ্রহশালাকে সাজিয়েছে ফ্যাশন হাউসটি। সম্প্রতি হাউসটির নান্দনিক টি শার্ট, শার্ট ও পাঞ্জাবীর ফটোশুট করলেন চিত্রনায়ক নিরব।

এবার ঈদ হচ্ছে গ্রীষ্ম কালে।  আর গ্রীষ্ম কাল মানেই প্রচণ্ড দাবদাহ আর তাপমাত্রা। বিষয়টি বিবেচনা করেই এবারের পোশাক তৈরি করা হয়েছে বলে জানালেন ব্যাঙের কর্ণধার সায়েম হোসাইন প্রিন্স। 

তিনি বলেন, এবার গ্রীষ্মকালের ঈদ। তাই ক্রেতাদের আরামের কথা বিবেচনায় হালকা কালার এবং সূতি কাপড়ের দিকে মনোযোগ দিয়েছি আমরা। আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল সকল ধরনের  পোশাক এবারের আমাদের সংগ্রহে রয়েছে। 

ফ্যাশন হাউস ব্যাঙের সকল শাখাতেই এই আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ  মানানসই পোশাকগুলো পাওয়া যাবে।