২০১৬ অনলাইনের মাধ্যমে ছোট পরিসরে নিজের মডেস্ট ডিজাইন করা পোশাক দিয়ে উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করেন মারিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অল্পদিনের মধ্যেই ব্যবসায় অভাবনীয় সাড়া পান তিনি। বর্তমানে সারাদেশে পাঁচটি আউটলেটের মালিক সফল এই নারী উদ্যোক্তা।

সফল এই নারী উদ্যোক্তার পুরো নাম মাক্কিয়া হোসেন মারিয়া। 'স্টাইলিশ আবায়া বাই মারিয়া হোসেন' প্রতিষ্ঠানটির মাধ্যমে নিজের ডিজাইন করা পোশাক বিক্রি করে ইতোমধ্যেই সফল উদ্যোক্তা হিসেবে নাম লিখিয়েছেন সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করা এই বাংলাদেশি তরুণী।

'স্টাইলিশ আবায়া বাই মারিয়া হোসেন' প্রতিষ্ঠানটির ডিজাইনার এবং কর্ণধার মারিয়া বলেন, পোশাকটি তৈরিতে সংযুক্ত আরব আমিরাতের কিছু ডিজাইনার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম। আমার কাজগুলো ব্র্যান্ডে রূপ দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি দেশে প্রথম মডেস্ট ব্রাইডাল ড্রেস তৈরি করেছি, যা এখন ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি আরও বলেন, আমার ডিজাইনের পোশাকের পাশাপাশি আমাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী অন্যান্য দেশ থেকেও আবায়া সংগ্রহের বিভিন্ন শৈলী আমদানি করছি। এছাড়া বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কারচুপি কাজকে নতুন করে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছি।

এ পেশায় নতুনদের উদ্দেশে মারিয়া বলেন, আমি মনে করি, মডেস্ট ডিজাইনের মাধ্যমেই একজন নারী নিজেকে আত্নবিশ্বাসী করে তুলতে পারে। এছাড়া ডিজাইনগুলোর মাধ্যমে সাংস্কৃতির প্রতি অনুভূতি প্রকাশ করতে পারে।