সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি ভর করে। ইফতারের সতেজতা ফেরাতে কমলার রসের জুড়ি নেই। এই জুসটি ক্লান্তি দূর করার পাশাপাশি শরীরে পুষ্টি জোগায়। সাথে পুদিনা পাতা মেশঅলে পানীয়টি আরও স্বাস্থ্যকর হয়।

 উপকরণ: কমলার রস ২ কাপ , পুদিনা পাতা ১ মুঠো, বরফ টুকরা (প্রয়োজন মতো), কোমল পানীয় সেভেন আপ ( স্বাদ বাড়াতে)
 
প্রস্তুত প্রণালি: একটি ব্লেন্ডারে কমলার রস, পুদিনা পাতা দিয়ে ভালো করে ব্লেন্ড করুন।  গ্লাসে ঢেলে বরফের টুকরো, সামান্য সেভেন আপ যোগ করুন। কমলার কোয়া ছোট টুকরা করে কেটে, কয়েকটি পুদিনা পাতা কেটে জুসে দিয়ে পরিবেশন করুন।