- লাইফস্টাইল
- ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার তিনি
৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার তিনি

পুলিশের সঙ্গে অভিযুক্ত রাতুল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মল্লিকপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. রাতুল (২০)। তাকে শরীয়তপুর জেলার পালং থানা এলাকা থেকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাতুল নাচোল উপজেলার শালালপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় শরীয়তপুর জেলার পালং থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলাৎকারের কথা স্বীকার করেছে।
এর আগে গত শনিবার বিকেলে মল্লিকপুরে পাঁচ বছরের ওই এতিম শিশুকে টাকার লোভ দেখিয়ে বলাৎকারের পর পালিযে যায় অভিযুক্ত রাতুল। এ নিয়ে সোমবার শিশুটির মা নাচোল থানায় একটি অভিযোগ দায়েরের প্রেক্ষিতে মামলার একমাত্র আসামি রাতুলকে গ্রেপ্তার করল পুলিশ।
মন্তব্য করুন