- জীবনশৈলী
- গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফি
গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফি

ক্লান্তি কাটাতে অনেকেই কফি খান। এতে শরীর যেন চাঙ্গা হয়ে ওঠে। আড্ডার ফাঁকে ঠান্ডা কফি খেতেও খারাপ লাগে না। কিন্তু কফি দিয়ে যে রূপচর্চাও করা যায় তা হয়তো অনেকেই জানেন না।
অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর কফি ত্বক সুস্থ রাখতে ভীষণ উপকারী। এই গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে যেভাবে কফি ব্যবহার করবেন-
১. চোখের তলার কালো দাগ হালকা করার জন্য কফির গুঁড়ার সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। টানা এক সপ্তাহ ব্যবহার করলে উপকার পাবেন।
২. কফির অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বকের প্রদাহ কমানোর ক্ষেত্রেও যথেষ্ট উপকারী। ব্রণর সমস্যা হলে তিন চামচ কফি, দু’চামচ চিনি আর তিন চামচ নারকেল তেল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। সারা মুখে লাগিয়ে দশ মিনিট রাখুন। তার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। নিয়মিত এ পদ্ধতি অনুসরণ করলে উপকার পাবেন।
৩. বয়সের সঙ্গে ত্বকে দাগছোপ দেখা দিতে শুরু করে। কফির গুঁড়া, কোকো আর দুধ একটি পাত্রে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার এতে লেবুর রস আর মধু মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিন। প্রতিদিন গোসলের আগে এই প্যাক লাগিয়ে রাখুন। পাঁচ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকেই ত্বকের দাগছোপ দূর হবে। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।
মন্তব্য করুন