- জীবনশৈলী
- বাড়িতে ওয়্যাক্সিং করবেন যেভাবে
বাড়িতে ওয়্যাক্সিং করবেন যেভাবে

অনেকেই লোমহীন মসৃণ ত্বক পেতে হাত ও পায়ে ওয়্যাক্সিং করেন। ওয়্যাক্সিং করতে কেউ কেউ পার্লারে যান। কেউ কেউ আবার বাজারচলতি বিভিন্ন প্রসাধনী, ক্রিম বা রেজার ব্যবহার করে থাকেন ওয়্যাক্সিং করতে। তবে এই ধরনের প্রসাধনগুলিতে স্টেরয়েড মেশানো থাকে। ফলে এগুলির ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতে ওয়্যাক্সিং করতে ভরসা রাখুন।
উপকরণ: চিনি ৩ কাপ, আধ কাপ পানি, এসেনশিয়াল অয়েল ৩ চামচ, লেবুর রস আধ কাপ, মধু ৫ চামচ
পদ্ধতি: একটি পাত্রে পানি দিয়ে তাতে চিনি মিশিয়ে গরম করে নিন। চিনি গলে গেলে আঁচ থেকে না নামিয়েই চিনির পানির মধ্যে মধু, এসেনশিয়াল অয়েল এবং লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে নিন। এ বার তাপ লেগে গলে যাবে এমন কোনও জিনিস দিয়ে হাত-পায়ে ওই মিশ্রণটি লাগান। এই মিশ্রণটি খুব গরম হলে যেমন চলবে না, তেমনই ঠান্ডা হয়ে গেলেও কার্যকারি হারাবে। ত্বকে লাগানো মিশ্রণটির উপর একটি ওয়্যাক্সিং স্ট্রিপ চেপে চেপে লাগান ও রোমের বৃদ্ধির দিকে উল্টো দিকে টানুন। কয়েকবার এমন করতে পারলেই হাত-পায়ের লোম পরিষ্কার হয়ে যাবে।
মন্তব্য করুন