- জীবনশৈলী
- একঝাঁক তারকার হাত ধরে দেশে অসোগোর যাত্রা শুরু
একঝাঁক তারকার হাত ধরে দেশে অসোগোর যাত্রা শুরু

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা করল আন্তর্জাতিক বিউটি এন্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডস ই-কমার্স সাইট অসোগে ডট কম এর আনুষ্ঠানিক যাত্রা। শতভাগ 100% অথেন্টিক প্রোডাক্ট এবং দ্রুত ডেলিভারির নিশ্চয়তা নিয়ে OhSoGo.com গত এপ্রিলে অনানুষ্ঠনিক যাত্রা শুরু করে দেশে। তবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো গত মঙ্গলবার।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধান অতিথি এবং ডিজিডিএ’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসূফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেট ক্যাপ্টেন ও এমপি মাশরাফি বিন মর্তুজা ও ইক্যাবের প্রেসিডেন্ট শমি কায়সার,অভিনেত্রী মেহজাবীন ও চিত্রনায়ক নিরব।
অনুষ্ঠানে অসোগোর ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহিদুল ইসলাম বলেন ‘বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও বিউটি ও পার্সোনাল কেয়ার প্রোডাক্টের ব্যাপক চাহিদা আছে কিন্তু অনেক ক্ষেত্রেই কাস্টমাররা অনেক বেশি দাম দিয়েও অথেন্টিক ইন্টারন্যাশনাল প্রোডাক্ট পান না, OhSoGo.com এমন এক মার্কেটপ্লেস যেখানে দেশের যেকোনো প্রান্তের কাস্টমার একদম সঠিক দামে শতাধিক অথেন্টিক ইন্টারন্যশনাল প্রোডাক্টস পাবে সবচেয়ে কম সময়ের মধ্যে।
দেশে যাত্রার পর থেকেই কাস্টমারদের আস্থা অর্জন করা ই-কম সাইটটি এখন প্রতিদিনই নিয়ে আসছে নিত্য নতুন ইন্টারন্যাশনাল প্রডাক্টস। অথেন্টিসিটি, ক্যাশ অন ডেলিভারি, ঢাকার মদ্ধ্যে বিনা চার্জে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া কিংবা মাত্র এক দিনেই কাস্টমারের হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়া এমন সব সার্ভিসই এই সাইটকে করেছে অনন্য।
মন্তব্য করুন