বাংলাদেশে প্রথম পিৎজাহাটের মেয়েদের দ্বারা পরিচালিত শাখার উদ্বোধন করা হয়েছে। নারীর কর্মশক্তিকে আরও ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বস্ত ব্র্যান্ড পিৎজাহাট, যমুনা ফিউচার পার্কের লেভেল ৫ ফুড কোর্টের স্টোরটি মেয়েদের দ্বারা পরিচালিত হবে বলে ঘোষণা করেছে।

স্টোর হ্যান্ডওভার অনুষ্ঠানে ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত থাপা বলেন, ‘মহামারির কারণে গত ২ বছর পিৎজাহাটের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। এ বছর গুলশান ২-এ আমাদের ২০তম স্টোর খোলা হয়েছে। এ ধারাবাহিকতায় বছরের শেষে আরও কয়েকটি নতুন স্টোর খোলার পরিকল্পনা আছে।’

তিনি বলেন, ‘আজ আমি অনেক আনন্দিত। আমাদের প্রথম নারীদের দ্বারা পরিচালিত স্টোর খোলার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করতে পেরেছি। এ আউটলেটে স্টোর ম্যানেজারসহ গ্রাহক পরিষেবা, দোকান পরিচালনা এবং খাদ্য প্রস্তুতসহ সব কিছু নারীদের দ্বারা পরিচালিত হবে।’

অমিত থাপা বলেন, ‘আমাদের আজকের এ অর্জনের সম্পূর্ণ কৃতিত্ব শুধু পিৎজাহাটের গ্রাহকদের। পিৎজাহাটের প্রতি তাদের ভালোবাসা এবং আস্থা আমাদের ভবিষ্যতে আরও নতুন কিছু করার অনুপ্রেরণা দেবে। পিৎজাহাট সব সময় নিজস্ব ব্র্যান্ড ও কমিউনিটির উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য আগামীতে আরও নারীদের দ্বারা পরিচালিত স্টোর খোলার উদ্যোগ নেওয়া হবে। সীমাবদ্ধতা ছাড়িয়ে নতুন কিছু করার এ উদ্যোগ ও অন্যান্য নারীদের অনুপ্রাণিত করে তারা যে উদাহরণ স্থাপন করেছে, তার জন্য টিমকে আমার শুভেচ্ছা।’

ট্রান্সকম ফুডস লিমিটেড গ্লোবাল পিৎজাহাটের উদ্যোগ অব্যাহত রাখতে নারীদের সমান অধিকার এবং বৈচিত্র্য নিয়ে কাজ করছে। সারাদেশে ২০টি আউটলেটে ডাইন-ইন, টেক-আওয়ে এবং ডেলিভারির সেবা দিয়ে পিৎজাহাট বাংলাদেশের সব পিৎজা চেইনগুলোর মধ্যে সবচেয়ে বড় পদচিহ্ন রেখেছে।

পিৎজাহাট বাংলাদেশে পিৎজার প্রতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছে এবং গুণগত মান ও ক্রমাগত নতুন স্টোর খোলার মাধ্যমে গ্রাহকদের কাছে আরও সহজলভ্য হয়ে উঠেছে। সংবাদ বিজ্ঞপ্তি।