- জীবনশৈলী
- ধুনটে সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা
ধুনটে সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনটে সুলতান প্রাং (৩৬) নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শৈলমারী মধ্যপাড়ায় একটি মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে।
সুলতান উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের মৃত আলতাব আলীর ছেলে।
সুলতানকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৯টার দিকে সুলতানের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে ধুনট থানার ওসি রাজ্জাকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে সরেজমিনে ঘঠনাস্থল পরিদর্শন করে সুলতানের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন