পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজমের বয়স এখন ২৭ বছর। এই বয়সেই পাকিস্তানের হয়ে তিনি যে সকল কীর্তি গড়েছেন তা অনেকে কল্পনাও করতে পারে না। অভিষেকের পর থেকেই ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন। যার ফলশ্রুতিতে তাকে দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের আগে দেশের সর্বোচ্চ সম্মাননা দিয়েছে পাকিস্তান। ড়ত ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে বাবর ভূষিত হয়েছেন ‘সিতারা-ই-পাকিস্তান’ সম্মাননায়।

২২ গজে ওপেনিং জুটিতে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে বাবরের বোঝাপড়া খুবই ভাল। যার ঝাঁঝ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টের পেয়েছে সফরকারি ইংল্যান্ড। বিনা উইকেটে তারা দুইজন ২০০ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। মাঠের ভেতরের ‍জুটি মজবুত কিন্তু মাঠের বাইরে বাবর আজম কার সঙ্গে ‘জুটি’ বাধবেন তা অবশ্য এখনও অজানা।


এখন পর্যন্ত প্রকাশ্যে নিজের প্রেমের সম্পর্ক নিয়ে কোনও কথা বলেননি ২৭ বছর বয়সী এ পাক ব্যাটার। তবে তার গুণমুগ্ধ ভক্ত ক্রিকেটবিশ্বে কম নেই। শুক্রবার তেমনই এক ভক্তের দেখা মিলল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে। হাতে একটি বড় পোস্টার নিয়ে কয়েক শব্দ লিখে পাকিস্তান অধিনায়ককে বিয়ের প্রস্তাব দিলেন এক নারী সমর্থক।

শুক্রবার করাচিতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান এবং ইংল্যান্ড। ম্যাচ শুরু হওয়ার আগে টিভি ক্যামেরা ওই নারী সমর্থককে খুঁজে পায়। তার হাতে ধরা পোস্টারে লেখা ছিল, ‘বাবর, আমরা কি দীর্ঘমেয়াদি জুটি গড়তে পারি?’ তাই দেখে ধারাভাষ্যকাররা হাসতে শুরু করেন। এক ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘বাবরই এর উত্তর দিতে পারবে।’

ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নারী সমর্থক। জানান, তার মা অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন। এখন হাঁফিয়ে উঠেছেন। যদি বাবর ওই পোস্টার দেখতে পান তাহলে তিনি খুব খুশি হবেন। পাকিস্তানের অধিনায়কের চোখে সেই পোস্টার পড়েছে কি না জানা নেই। তবে সামাজিকমাধ্যমে এই ছবি এখন রীতিমতো ভাইরাল।