সম্পর্কে ভুল বোঝাবুঝি কমাতে কী করবেন
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:১৭ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:২৯
নানা কারণে সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়। এতে বাড়ে দুরত্ব। কখনও কখনও ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙেও যায়। এ কারণে সময় থাকতেই ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে চেষ্টা করা উচিত। সেক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-
১. ভুল বোঝাবুঝির প্রধান কারণ হল সঙ্গীর সঙ্গে সঠিক যোগাযোগের অভাব। আমরা যেভাবে ভুল বোঝাবুঝির সমাধান করার চেষ্টা করি সেটাই সম্পর্কের স্থায়ীত্ব নির্ধারণ করে।
২. বিভ্রান্তিকর হতে পারে এমন পরিভাষা এবং দীর্ঘ বাক্য ব্যবহার না করে যোগাযোগের জন্য সহজ ভাষা ব্যবহার করা উচিত।
৩. নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনার মাঝখানে বিভ্রান্ত না হওয়ার চেষ্টা করা উচিত।
৪. যে কোনও সম্পর্কে দুই পক্ষের কথা, পরামর্শই জরুরি। এক তরফা কোনও কিছুই সঠিক নয়।
৫. সঙ্গীর সঙ্গে কথা বলতে গেলে আমাদের কথা বলার ভঙ্গি এবং শরীরের ভাষা সম্পর্কেও সচেতন হওয়া উচিত।
৬. খুব বেশি আবেগতাড়িত না হয়ে সময় বিশেষে নিজের অনুভূতি প্রকাশ করুন।
- বিষয় :
- সম্পর্ক