রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে ভালোবাসা দিবসের আয়োজন

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে চলছে বিশেষ ছাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:১৮
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে বিশেষ আয়োজন। এই আয়োজনে থাকছে কাপল ডিনার বুফে, কাপল ফাইন্ ডাইনিং প্যাকেজ , ভ্যালেন্টাইন কম্ব এবং আরো অনেক কিছু। দিনটি উপলক্ষে পুরো হোটেল সেজে উঠেছে ভালোবাসা দিবসের সাজসজ্জায়।
হোটেলের বাহার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে থাকছে কাপল ডিনার বুফে ৭৯৯৯ টাকায়। অফারটিতে বিভিন্ন ব্যাংকের কার্ডের উপর থাকছে একটি কিনলে একটি ফ্রি অফার। তাছাড়াও সিয়ার ফাইন ডাইনিং রেস্টুরেন্টে থাকছে স্পেশাল কাপল ডিনারের আয়োজন। অফারটিতে সালসা নাইটের সংযোজন পাওয়া যাবে ১২৯৯৯ টাকায়। হোটেলের রুফটপে ও থাকছে বিশেষ সাজসজ্জা ও আয়োজন। গুলশান বেকিং কম্পানি,হোটেলের লবি ক্যাফে তে থাকছে, ভালোবাসা দিবসের ডেজার্ট, কেক, গিফট বক্স । আর বিভিন্ন কাপল কম্বো ২৬০০ টাকায়। এছাড়াও থাকছে ভালোবাসা দিবসের রাফেল ড্র যেখানে কাপলরা জিততে পারবেন এয়ার টিকেট সহ বিভিন্ন ধরনের গিফট। আয়োজনে প্রাইম পার্টনার থাকছে প্রিমিয়ার ব্যাংক,এয়ারলাইন পার্টনার থাকছে নভো এয়ার এবং গিফট পার্টনার হিসেবে আছে সেলেসটিয়া, সাজগোজ এবং গ্ল্যাম ফ্রিক বাই ফারিন।