ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

মিরপুরে রেডের তৃতীয় শাখার যাত্রা শুরু

মিরপুরে রেডের তৃতীয় শাখার যাত্রা শুরু

রেডের তৃতীয় শাখার উদ্বোধন অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:০০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:০০

ষোল বছরে পা দিয়ে বাংলাদেশের শীর্ষ সৌন্দর্যসেবা কেন্দ্র রেড বাই আফরোজা পারভীন শুরু করেছে তৃতীয় আউটলেট। শনিবার মিরপুরের ১২ নম্বর সেকশনের মেট্রোরেল স্টেশনের কাছেই নতুন এই শাখার উদ্বোধন করা হয়।

এই সূচনা অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ফ্যাশন শো। এই শো অনুষ্ঠিত হয়েছে রেড–এর নতুন আউটলেটের চারপাশের রাস্তায়। পরে কেক কেটে আনুষ্ঠানিক পথচলা শুরু করা হয় রেড বাই আফরোজা পারভীনের। 

রেডের উদ্বোধন উপলক্ষ্যে বিকাল থেকেই ছিল মেহেদি উৎসব। অতিথিরা মেহেদির রংয়ে রাঙিয়েছেন নিজেদের; যা এই অনুষ্ঠানে যোগ করেছে বিশেষ মাত্রা। 
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন জানান, এ শাখায় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, হেয়ারস্টাইল, পেডিকওর, মেনিকিওর, রিবন্ডিং, নেল এক্সটেনশন ইত্যাদি সেবা ছাড়াও প্রাকৃতিক (আয়ুর্বেদ) সৌন্দর্যসেবাসহ অত্যাধুনিক ব্যবস্থাপনায় সব ধরনের সেবা পাওয়া যাবে। 

উদ্বোধন উপলক্ষে ১৮–২০ ফেব্রয়ারি–এই তিনদিন সেবা গ্রহীতাদের  ১২টি সেবা বিনামূল্যে প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রেড কর্তৃপক্ষ।

মিরপুরের এ শাখায় একটি তিনতলা বাড়ির পুরোটা জুড়েই থাকছে রেড। ৫ হাজার স্কয়ার ফুটের এই বিস্তৃত পরিসরে আছে নানা ধরণের সেবা গ্রহণের ব্যবস্থা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সারির অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, ব্লগার, ফ্যাশন ডিজাইনার, ইনফ্লুয়েন্সার, নিউট্রিশানিস্ট ছাড়াও রেডের সেবা গ্রহণকারীরা। 

আরও পড়ুন

×