- লাইফস্টাইল
- শীত শেষে বেড়েছে মশা, অতিষ্ঠ খুলনা নগরবাসী
শীত শেষে বেড়েছে মশা, অতিষ্ঠ খুলনা নগরবাসী

ফাইল ছবি
শীত মৌসুমের শেষ দিকে খুলনা মহানগরীতে বেড়ে গেছে মশার উপদ্রব। গত এক সপ্তাহে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এ ক্ষেত্রে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) বিরুদ্ধে। যদিও মশা নিধন কার্যক্রম চলমান বলে দাবি কেসিসির। এ নিয়ে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মধ্যে।
স্থানীয়রা জানান, প্রতিবছর শীত মৌসুমের শেষের দিকে নগরীতে মশার উপদ্রব বেড়ে যায়। গত প্রায় এক সপ্তাহে ব্যাপকভাবে মশা বেড়েছে। মশার প্রজনন রোধ করতে না পারায় নগরীতে মশার এই উপদ্রব বলে মত তাঁদের।
ক্ষোভ প্রকাশ করে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব বাবুল হাওলাদার বলেন, ‘শীত মৌসুমের শেষের দিকে নগরীতে মশার উপদ্রব বাড়ার বিষয়টি কেসিসি কর্তৃপক্ষ অবগত। এরপরও মশা নিধনে তাদের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।’
সন্ধ্যার পর মশার কয়েল না জ্বালালে টেকা দায় হয়ে পড়ে বলে জানান নগরীর হাজী মেহের আলী রোডের বাসিন্দা রিপন মোল্লা। তাঁর দাবি, চলতি মাসে একবারও সিটি করপোরেশনের মশা নিধনের কার্যক্রম দেখা যায়নি।
মশার কারণে শিশুদের পড়াশোনা বিঘ্ন হচ্ছে জানিয়ে জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর বলেন, ‘মশার কারণে রাতে ছেলেমেয়ে ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। লেখাপড়ার মধ্যে একটু পরপর বৈদ্যুতিক র্যাকেট দিয়ে মশা মারতে হচ্ছে। এভাবে কত দিন মশা মারা সম্ভব?’
এদিকে মশা নিধন কার্যক্রম বন্ধ রাখা হয়নি বলে দাবি কেসিসি কর্তৃপক্ষের। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল আজিজ সমকালকে বলেন, ‘মশার প্রজনন ঠেকাতে নগরীর ড্রেনগুলোয় কালো তেল (৮০ শতাংশ ডিজেল ও ২০ শতাংশ ফার্নেস অয়েল) ছিটানো হচ্ছে। ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারার কার্যক্রমও চলমান।’ শিগগিরই মশার উপদ্রব কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন