- লাইফস্টাইল
- প্রায়ই মেকআপ করতে হয়? ত্বকের সজীবতা ধরে রাখবেন যেভাবে
প্রায়ই মেকআপ করতে হয়? ত্বকের সজীবতা ধরে রাখবেন যেভাবে

বিয়েবাড়ি হোক কিংবা ঘরোয়া পার্টি— একটু-আধটু মেকআপ না করলে চলে না। মেকআপে ত্বকের সৌন্দর্য সাময়িকভাবে বাড়লেও ঘন ঘন মেকআপ করলে ত্বক কি যত্নে থাকে? এ প্রশ্ন উঠাটা স্বাভবিক। প্রসাধনীতে থাকা রাসায়নিক উপাদান ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ কারণে ঘন ঘন মেকআপ করলে ত্বকেরও চাই বাড়তি যত্ন। যেমন-
ক্লিনজিং: ত্বকের যত্নের অন্যতম একটি ধাপ ক্লিনজিং। ত্বক ঠিক করে পরিষ্কার অত্যন্ত জরুরি। তবে কী দিয়ে ক্লিনজিং করছেন, সেটাও দেখা দরকার। ব্যবহার করতে পারেন তেলযুক্ত কোনও ক্লিনজার। ঘন ঘন মেকআপ করার কারণে তৈরি হওয়া ত্বকের গর্তগুলির সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
ফেসমাস্ক: প্রসাধনী ব্যবহারে ত্বক নিজের আর্দ্রতা হারাতে শুরু করে। ত্বক সজীব রাখতে তাই ব্যবহার করতে পারেন ফেসমাস্ক। বাজার থেকে বিভিন্ন ধরনের ফেসমাস্ক কিনতে পারেন। তবে আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। মুলতানি মাটি আর গোলাপ জল, এই দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে ফেসমাস্ক তৈরি করে নিন। ত্বকের শুষ্কতা দূর হবে।
টোনার এবং সিরাম: ত্বকের যত্নে নিয়ম করে সিরাম এবং টোনারের ব্যবহার অত্যন্ত জরুরি। মেকআপ করুন আর না করুন, প্রতিদিনের রূপচর্চায় এই কয়েকটি ধাপ মেনে চলতেই হবে।
মন্তব্য করুন