- লাইফস্টাইল
- করোনায় ৬ রোগীর সবাই ঢাকার
করোনায় ৬ রোগীর সবাই ঢাকার

প্রতীকী ছবি।
দেশে গত একদিনে ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তদের সবাই ঢাকা জেলার বাসিন্দা।
আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ০ দশমিক ৪৯ শতাংশ। এর আগেরদিন শনিবার এ হার ছিল ০ দশমিক ২৪ শতাংশ। এই সময়ে মৃত্যু হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৯৬৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন।
গত ১৩ ফেব্রুয়ারি দেশে কোভিডে ১ জনের নতুন করে মৃত্যুর ঘটনা ঘটে। এরপর গত ৩৪ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনা নেগেটিভের মাধ্যমে দেশে এ পর্যন্ত সুস্থ হন ২০ লাখ ৬ হাজার ৭২১ জন।
মন্তব্য করুন