নওগাঁয় লুট হওয়া ২৩১ বস্তা চালসহ ডাকাত দলের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির মালামাল, ট্রাক, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

তিনি বলেন, ২২ মার্চ রাতে নওগাঁ বাইপাস সড়কে গাছের গুড়ি ফেলে ৪০০ বস্তা চালসহ একটি ট্রাক ডাকাতি করে দুর্বৃত্তরা। লুট করা সেই চাল বিভিন্ন স্থানে বিক্রি করে তারা। পরে নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে অভিযান চালিয়ে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। অভিযানে ২৩১ বস্তা চাল ও চাল বিক্রির দুই লাখ ১৬ হাজার ৪৫০ টাকা উদ্ধার হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত হাঁসুয়া, দা, প্লাস ও হাতুড়ি উদ্ধার করে পুলিশ। 

তিন আরও জানান, ওই রাতে পোরশা উপজেলার তাইতোর এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযান চালিয়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এবং নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।