টানা এক মাস সিয়াম সাধনার পর এসেছে ঈদ। রোজার মাসে খাওয়া-দাওয়া ছিল নিয়ন্ত্রিত। ভিন্ন রুটিনে অভ্যস্ত হয়েছিল শরীর। সেই রুটিন পরিবর্তন হয়েছে। ঈদের দিন থেকেই বেশিরভাগ মানুষ ইচ্ছামতো খাচ্ছেন। তিন বেলাই ভূরিভোজ হচ্ছে। এখন বদহজমের সমস্যায় ভুগছেন অনেকেই। যা-ই খাচ্ছেন, খাওয়ার পর গ্যাসের  সমস্যায় ভুগতে হচ্ছে। হজমের ওষুধ যেন নিত্যসঙ্গী। অথচ টুকটাক শরীরচর্চাও করেন, তেমন তেল-মশলা দেওয়া খাবারও খান না। তা-ও এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ যদি নিয়মিত বদহজমের সমস্যা লেগে থাকে, তা হলে কিন্তু রোজ ওষুধের ওপর ভরসা না করে জীবনশৈলীতে বদল আনার প্রয়োজন রয়েছে। কিন্তু পুষ্টিবিদদের মতে, শুধু শরীরচর্চা বা সেদ্ধ খাবার খাওয়া নয়– খাওয়ার সময়, আগে বা পরে এমন কিছু অভ্যাস হজমের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে। যে অভ্যাসগুলোকে আমরা ভুল বলে মনেই করিনি কখনও।

হজমের সমস্যাকে বাড়িয়ে তোলে এমন কোন কোন অভ্যাস?

খাবার চিবিয়ে না খাওয়া: খাবার ভাল করে চিবিয়ে না খেলে হজমের নানা রকম সমস্যা হতে পারে। পেটের মধ্যে গিয়ে খাবার বিভিন্ন উৎসেচকের সঙ্গে মিশে টুকরো টুকরো হয়ে যায় ঠিকই। কিন্তু ভালো করে চিবিয়ে না খেলে খাবারের বড় টুকরোগুলো ভাঙতে সময় লেগে যায়। সেখান থেকে বদহজমের সমস্যা হতে পারে। তাই খাবার সময় তাড়াহুড়ো না করাই ভালো।

চা বা কফি পানের অভ্যাস: অনেকেরই খাবার খাওয়ার পর চা, কফি পানের অভ্যাস রয়েছে। বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পর ক্যাফেইন জাতীয় কোনো পানীয় পান করা অনুচিত। এতে গ্যাসের সমস্যা আরও বেড়ে যায়। যদি পান করতেই হয়, তবে অন্ততপক্ষে দু’ঘণ্টা পর পান করা যেতে পারে। গরমে একটু ক্যাফেইন জাতীয় পানীয় বেশি পান করলে ডিহাইড্রেশনের সমস্যা বাড়ে। তাতেও কিন্তু হজমের সমস্যা বাড়ে।

ডায়েটে ফাইবার রাখা: ডায়েটে যোগ করুন পর্যাপ্ত ফাইবার। গ্যাস- সারাতে আমাদের শরীরের প্রয়োজন হয় প্রায় ২৮ শতাংশ ফাইবার। নানা রকম ফল, কার্বোহাইড্রেট ও শাক-সবজি থেকে তা পাওয়া যায়। তাই প্রতি দিনের ডায়েটে রাখুন দরকারি ফাইবার। এতে কোষ্ঠকাঠিন্য যেমন কমবে, তেমনই শরীরের প্রয়োজনীয় শক্তির জোগান মিলবে। গ্যাসের সমস্যাও এর হাত ধরে নিয়ন্ত্রিত হবে অনেকটাই।

ফল খাওয়া: খালি পেটে জল আর ভরা পেটে ফল খাওয়ার চল বহু দিনের। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই অভ্যাস কিন্তু পেটের গোলমাল বাধাতে পারে। যদি ফল খেতেই হয়, সকালে খাবার খাওয়ার পর খেয়ে নেওয়াই ভালো।

খেয়েই শুয়ে পড়া: খুব বেশি পেট ভরে গেলে আর বসে থাকতে পারেন না? এই অভ্যাসই আপনার হজমের সমস্যার মূলে। খেয়ে উঠেই শুয়ে না পড়ে কিছুক্ষণ বসে থাকলে বা হাঁটাহাঁটি করলে খাবার হজম হয় তাড়াতাড়ি। সারাদিন বেশি করে পানি  খান। শরীরে পানির ঘাটতি যেন না হয়, সে দিকে কিন্তু নজর রাখতেই হবে।