বৃহস্পতিবার সাভারের জিরাবোতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি প্রতিনিধি দল। এনডিসির কোর্স কারিকুলামের অংশ হিসেবে এই পরিদর্শনের আয়োজন করা হয়।

এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ ছাড়াও মিসর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডানসহ বেশ কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদমর্যাদার মোট ৯২ সদস্যের প্রতিনিধি দল এতে অংশগ্রহণ করেন।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সিইও মাহবুবুল করীম প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ইনসেপ্টার ওষুধ ও ভ্যাকসিন উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণসহ সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।