- লাইফস্টাইল
- নিজেকে স্থির রাখার ‘রেসিপি’ দিলেন তাসকিন
নিজেকে স্থির রাখার ‘রেসিপি’ দিলেন তাসকিন

জাতীয় দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ছবি: ফাইল
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন আহমেদ। টেস্ট সিরিজে খেলা হয়নি তার। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যেতে পারেননি ইংল্যান্ডে। তবে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ফিরতে চান তিনি।
ইনজুরি থেকে ফিরে পূর্ণ হৃদমে বোলিংয়ে ফেরার লড়াইয়ে থাকা তাসকিন মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, ‘এখন অবস্থা ভালো। চারটা সেশন করলাম। ক্রমান্বয়ে ওয়ার্কলোড বাড়ছে। ফিটনেস, বোলিং সেশন ভালো যাচ্ছে। সামনে ওয়ার্কলোডের ইন্টেনসিটি (মাত্রা) বাড়তে থাকবে। এভাবে যেতে থাকলেই সব ভালো থাকবে।’
বিশ্বকাপে ফিট রাখতে তাসকিনকে বিশ্রাম দিয়ে খেলাতে পারে বিসিবির টিম ম্যানেজমেন্ট। ১৪ জুন আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে আছে শঙ্কা। আবার জুলাইয়ে ওয়ানডে ও টি-২০ সিরিজেও তাকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে।
তবে তাসকিন জানিয়েছেন, তিনি আফগানদের বিপক্ষে সিরিজে ফিরতে চান এবং তিন ফরম্যাটেরই ক্রিকেটই খেলতে চান, ‘(আফগান সিরিজ) পাওয়ার তো কথা। দেখি কী হয়।’ তিন সংস্করণে খেলার ওয়ার্কলোড নিয়ে তিনি বলেন, ‘না না...! বাড়লেও... আরও অনেক ফাস্ট বোলার তো খেলে। হয়তো আমার আরও ফিট হওয়া দরকার। আমার ইচ্ছে ৩৬৫ দিনই বোলিং করা। শরীর তো পারে না। খেলার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।’
ইনজুরি থেকে ফেরার লড়াইয়ের সঙ্গে তাসকিন মাইন্ড ট্রেনিংও করেছেন। তার মতে, শীর্ষ পর্যায়ের ক্রিকেটারদের ফিটনেস ট্রেইনার, মাইন্ড ট্রেইনার থাকা উচিত, ‘মাইন্ড ট্রেনিং জিনিসটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় মাইন্ড ট্রেইনার, ফিটনেস ট্রেইনার কম-বেশি সবার আছে। কারণ মিরপুরের বাইরেও আমাদের একটা দুনিয়া আছে। ব্যক্তিগত বা পারিবারিক জীবনে অনেক কিছু হয়। মাইন্ড ট্রেনিং নিজেকে স্থির করতে সাহায্য করে। আমি প্রায়ই এটা নিয়ে কাজ করি।’
মন্তব্য করুন