- লাইফস্টাইল
- যশোরে অনুমতি না পেলেও সমাবেশ করবে বিএনপি
যশোরে অনুমতি না পেলেও সমাবেশ করবে বিএনপি

তিনি বলেন, ‘গায়েবি মামলায় গ্রেপ্তার, নির্যাতনসহ সরকার পতনের ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ভোলা ট্যাঙ্ক রোডে এ সমাবেশ করা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন।’
ইতোমধ্যে বিএনপির এ সমাবেশ প্রতিহতের হুমকি দিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। অবশ্য এ হুমকি আমলে নিচ্ছে না বিএনপি।
অনিন্দ্য ইসলাম বলেন, ‘কর্মসূচির পর থেকে পুলিশ গণগ্রেপ্তারে নেমেছে। শহরের ঈদগাহ ও টাউন হল ময়দানে অনুমতি চাইলেও জেলা প্রশাসন দেয়নি। অনুমতি দিলেও সমাবেশ করব, না দিলেও করব। ক্ষমতাসীনদের হামলা, হুমকি উপেক্ষা করে যে কোনো মূল্যে সমাবেশ সফল করা হবে।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানান, জনগণের জানমালের সুরক্ষায় পুলিশ সব ধরনের ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন