ময়মনসিংহে বিএনপির জনসমাবেশ হবে রোববার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে জনসভা করবে বিএনপি। একই দিন পাল্টা কর্মসূচি করবে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোটের 'নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের' বিরুদ্ধে শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দুপুর ২টায় নগরীর মাসকান্দা এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে হবে জনসমাবেশ। বিষয়টি নিয়ে শনিবার রাতে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ একই দিন কেন কর্মসূচির ডাক দেয়, এটি তো গণতন্ত্রের চর্চা নয়।

এদিকে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকেল ৩টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে শান্তি সমাবেশ হবে। এ বিষয়ে সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, ‘আমাদের দলের উদ্দেশ্য হলো মানুষকে শান্তিতে রাখা।’