প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের মুক্তিযোদ্ধারা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সমাবেশে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (সালথা), বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া (ভাঙ্গা), বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান (নগরকান্দ), বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মিয়া (সদরপুর), বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (বোয়ালমারী), বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম (মধুখালী), বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান (চরভদ্রাসন)।

বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, বিএনপি-জামায়াত চক্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। মুক্তিযোদ্ধাদের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার মাটিতে একজন মুক্তিযোদ্ধাও বেঁচে থাকতে পাকিস্তানি দোসরদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। তারা এ সময় আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করেন।