- লাইফস্টাইল
- আরও এক বছর থাকছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
আরও এক বছর থাকছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

গোলাম হাসিবুল আলম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম হাসিবুল আলম আরও এক বছর এই পদে থাকছেন। রোববার তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮- এর ৪৯ ধারা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম হাসিবুল আলমকে তাঁর অবসর-উত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রাখার শর্তে ৩১ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন