- লাইফস্টাইল
- ‘এআই মানে প্রত্যেকেই এখন প্রোগ্রামার’
‘এআই মানে প্রত্যেকেই এখন প্রোগ্রামার’

এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী ক্ষমতাকে বিস্ময়কর আখ্যা দিয়ে বিশ্বসেরা সেমিকন্ডাক্টর নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে প্রত্যেকেই এখন কম্পিউটার প্রোগ্রামার হতে পারে। এজন্য কোডিং জানার প্রয়োজন নেই, কেবল কম্পিউটারকে ঠিকমতো নির্দেশনা দিতে পারলেই হলো। এআই বিশ্বজুড়ে ‘ডিজিটাল বৈষম্য’ কমিয়ে আনবে। তিনি বলেন, আমরা একটি নতুন কম্পিউটিং বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি– এতে কোনো সন্দেহ নেই। আর এআই এই কম্পিউটিং বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে। গতকাল তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত তথ্য-প্রযুক্তি পণ্যের প্রদর্শনী ‘কম্পিউটেক্স ২০২৩’ শীর্ষক আয়োজনে তিনি এ কথা বলেন। তাইওয়ানে জন্ম নেওয়া হুয়াং ছোটবেলায় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এখন তিনি তাইওয়ানভিত্তিক কোম্পানিটির প্রধান।
গত মঙ্গলবার কোম্পানিটির মূল্যমান এক ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে। মূলত এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য চিপ এবং কম্পিউটিং সিস্টেমের প্রধান সরবরাহকারী হিসেবে বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত সেমিকন্ডাক্টর কোম্পানিতে পরিণত হয়েছে। কোম্পানিটি দ্বিতীয়-ত্রৈমাসিক আয়ের যে পূর্বাভাস দিয়েছে তাতে দেখা যাচ্ছে, অনুমানের চেয়ে তারা এ সময়ে ৫০ ভাগ বেশি আয় করতে যাচ্ছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চিপের চাহিদা বৃদ্ধিতে কোম্পানিটি উৎপাদন ও সরবরাহ বাড়িয়েছে। এনভিডিয়ার চিপ চ্যাটজিপিটিসমৃদ্ধ মাইক্রোসফটের বিং-এর মতো সার্চ ইঞ্জিনে মানুষের মতো চ্যাট বৈশিষ্ট্য যুক্ত করতে সহায়তা করেছে।
মন্তব্য করুন