- লাইফস্টাইল
- অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নাসরিন আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যুর হয়েছে। শনিবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসরিন আক্তার আদমজী ইপিজেডের একটি কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নাসরিন আক্তার আদমজী ইপিজেডের একটি কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন। সকালে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় করে কারখানায় যাচ্ছিলেন। তার ওড়না চলন্ত অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
মন্তব্য করুন